লক্ষীছড়ি উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সংসদ-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ ২০২৫ (শুক্রবার) ডিপি পাড়া জামে মসজিদে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব ফোরকান হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন।
অত্র সংগঠনের উপদেষ্টা ও লক্ষীছড়ি প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য ও সংযমের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট আলেমগণ: মাওলানা আনিসুর রহমান, মাওলানা খলিলুর রহমান ও আব্দুর রহিম
বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মসংযম ও সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সংসদের পক্ষ থেকে সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী ও বিশেষভাবে প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যাদের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
0 coment rios: