Laxmichari Sangbad

সংবাদ শিরোনাম
লোডিং...
Responsive IT Ad
IT Company Ad

Your IT Solution Partner

We provide cutting-edge IT solutions for your business growth. Contact us today!

Learn More
Menu

সর্বশেষ

৮ মার্চ, ২০২৫

ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন

ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন


লক্ষীছড়ি উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সংসদ-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গত ৭ মার্চ ২০২৫ (শুক্রবার) ডিপি পাড়া জামে মসজিদে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব ফোরকান হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন।


অত্র সংগঠনের উপদেষ্টা ও লক্ষীছড়ি প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য ও সংযমের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট আলেমগণ: মাওলানা আনিসুর রহমান, মাওলানা খলিলুর রহমান ও আব্দুর রহিম


বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মসংযম ও সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।


ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সংসদের পক্ষ থেকে সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী ও বিশেষভাবে প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যাদের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৯ ফেব, ২০২৫

লক্ষীছড়িতে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম ত্বরান্বিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

লক্ষীছড়িতে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম ত্বরান্বিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা সম্মেলন কক্ষে যুব রেড ক্রিসেন্ট লক্ষীছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রণব পোদ্দার।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


সভায় যুবপ্রধান তামিম মোল্লা ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সভার মাধ্যমে লক্ষীছড়ি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ জানু, ২০২৫

লক্ষ্মীছড়িতে তারুণ্যের উৎসব-২৫: পিঠা ও পুষ্টি উৎসব মেলা উন্মাদনা

লক্ষ্মীছড়িতে তারুণ্যের উৎসব-২৫: পিঠা ও পুষ্টি উৎসব মেলা উন্মাদনা


স্টাফ রিপোর্ট:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে আজ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের মুক্তমঞ্চ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব - ২০২৫”। পিঠা উৎসব ও পুষ্টি মেলার এই আয়োজনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ছিল উৎসাহ আর উদ্দীপনা।


উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং আনন্দের যৌথ উদ্যোগে আয়োজনে ১৪ জানুয়ারি ২০২৫ এই মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেটু কুমার বড়ুয়া। তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, তৃণমূল উন্নয়নকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


মেলায় ছিল নানান প্রকারের দেশীয় পিঠার প্রদর্শনী, যা কেবল স্বাদে নয়, ঐতিহ্যের অনন্যতায় সকলের মন জয় করেছে। গ্রামীণ পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় পুষ্টি মেলা। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাশরুম চাষ ও এর পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে।


মেলার অন্যতম আকর্ষণ ছিল তৃণমূল উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রান্তিক মাশরুম চাষীদের মাশরুম চাষের উপকরণ বিতরণ। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করার পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদনের প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেটু কুমার বড়ুয়া বলেন, “এই আয়োজন কেবল পিঠা উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির পুনর্জাগরণ এবং পুষ্টিকর খাবারের প্রতি সচেতনতার এক উদাহরণ। এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ঐতিহ্য এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে জানাবে।”


স্থানীয়রা এই আয়োজনকে প্রশংসা করে বলেন, "এ ধরনের উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে জীবন্ত রাখে। পাশাপাশি পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কেও সচেতন করে তোলে।"


পিঠা উৎসব ও পুষ্টি মেলা “তারুণ্যের উৎসব - ২০২৫” কেবল বিনোদন নয়, উন্নয়ন এবং সচেতনতার এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

১১ জানু, ২০২৫

লক্ষ্মীছড়ি উপজেলায় একমাত্র সরকারি স্কুলে ভর্তি সংকট: হতাশায় শিক্ষার্থী ও অভিভাবকরা

লক্ষ্মীছড়ি উপজেলায় একমাত্র সরকারি স্কুলে ভর্তি সংকট: হতাশায় শিক্ষার্থী ও অভিভাবকরা



লক্ষ্মীছড়ি উপজেলায় একমাত্র সরকারি স্কুলে ভর্তি সংকট: হতাশায় শিক্ষার্থী ও অভিভাবকরা


লক্ষীছড়ি প্রতিনিধি।।

নতুন বছরের শুরুতেই লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র সরকারি মডেল স্কুলে ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হতে না পারায় হতাশা আর ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আসন সংকট এবং অবকাঠামোগত সমস্যার কারণে এই দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, আবু বক্কর সিদ্দিক জানান, “এই বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ১৫০ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করলেও, সরকারি নিয়ম অনুযায়ী আমরা মাত্র ৫৫ জনকে ভর্তির সুযোগ দিতে পেরেছি। বিষয়টি নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান জনাব,জিরুনা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য জনাব,অনিময় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র স্কুলের ভর্তি কমিটির সভাপতি জনাব, সেটু কুমার বডুয়া, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বোর্ড সভা হয়েছে। তবে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।"


অভিভাবকরা অভিযোগ করেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা গভীর উৎকণ্ঠায় রয়েছেন। তাদের দাবি, বিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করা হোক। একজন অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হলে এর দায় কে নেবে? আমরা দ্রুত কার্যকর সমাধান চাই।”


উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভর্তি কমিটির সভাপতি জনাব, সেটু কুমার বড়ুয়া জানান, “সরকারি বিধি বিধান অনুযায়ী, ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ নেই। ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা সম্পূর্ণ স্বচ্ছ। এখানে গরিব বা ধনী বিবেচনা করার সুযোগ নেই। বিদ্যালয়ে শিক্ষক ও অবকাঠামো সংকট থাকায় বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।”


তবে, হতাশার মধ্যেও স্বস্তির কিছু খবর রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “আগামী বছরের মধ্যে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছেন, যা ভর্তির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


তিনি আরও বলেন, “যারা এই বছর ভর্তি হতে পারেননি, তাদের সাময়িকভাবে পার্শ্ববর্তী বিদ্যালয়ে ভর্তি হতে অনুরোধ জানান। পাশাপাশি, আর্থিকভাবে অসহায় শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।”


স্থানীয়রা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং অবকাঠামো উন্নয়ন করে এই সংকট দূর করা সম্ভব। বিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি, শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যালয়ের শারীরিক পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।


অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা শিক্ষা থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে, যা উপজেলাবাসীর জন্য বড় ধরনের আঘাত হয়ে উঠতে পারে।


শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং অভিভাবকদের সহযোগিতায় সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন সকলে। শিক্ষা, সবার মৌলিক অধিকার এই মন্ত্রেই এগিয়ে যেতে হবে।

১০ জানু, ২০২৫

লক্ষ্মীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: জমজমাট প্রতিযোগিতায় প্রাণ ফিরে পেল ফুটবল

লক্ষ্মীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: জমজমাট প্রতিযোগিতায় প্রাণ ফিরে পেল ফুটবল

ছবি: লক্ষীছড়ি সংবাদ

স্টাফ রিপোর্ট।। শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে লক্ষ্মীছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাঠে অনুষ্ঠিত হলো বহুপ্রতীক্ষিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। চমৎকার পরিবেশ, বর্ণাঢ্য আয়োজন এবং দর্শকদের প্রাণোচ্ছল উপস্থিতিতে উদ্বোধনী দিনটি হয়ে উঠেছিল এক অনন্য উদযাপন। টুর্নামেন্টটি আয়োজন করেছে লক্ষ্মীছড়ি সততা যুব সংঘ, মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন পাহাড়ের আলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষণি রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামশুল ইসলাম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন ফরাজিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।


সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. মকবুল আহমেদ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ এবং হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব। খেলাটি ছিল উত্তেজনায় ভরপুর। দারুণ নৈপুণ্যে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ ১-০ গোল ব্যবধানে জয় লাভ করে। খেলোয়াড়দের প্রতিটি পদক্ষেপেই ছিল শৈল্পিক দক্ষতা, যা দর্শকদের করতালিতে ভাসিয়ে নেয়। টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১৩টি দল। প্রতিদিনের খেলা দেখতে দর্শকদের ভিড় জমছে মাঠে।
আয়োজকদের মতে, এটি শুধু ক্রীড়ার আয়োজন নয়, বরং পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক।
আয়োজক কমিটির সদস্য সচিব এবং সহ সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা ছাত্রদল ও যুগ্ন আহবায়ক লক্ষীছড়ি উপজেলা যুবদল মো. আনিসুর রহমান বলেন, “বিগত ১৫ বছর ধরে লক্ষ্মীছড়িতে ফুটবল খেলার চর্চা অনেকটা হারিয়ে গিয়েছিল। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুধু ফুটবলকেই ফিরিয়ে আনছি না, যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে চাই।” তিনি আরও বলেন, “এই আয়োজন কেবল খেলার নয়, এটি সম্প্রীতি ও সমাজ গঠনের একটি মাধ্যম। পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ নির্বিশেষে সবাই যেন এই খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।” খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে। আয়োজকদের বিশ্বাস, এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। টুর্নামেন্ট কমিটির আশা, প্রতিটি ম্যাচে থাকবে উত্তেজনা ও চমক। বিজয়ী দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।


পুরো আয়োজনটি লক্ষ্মীছড়ি উপজেলায় ক্রীড়া অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সবাই আশাবাদী। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া জগতে আরও একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা যুবসমাজকে পথ দেখাবে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেবে।

৪ সেপ, ২০২৪

লক্ষীছড়ি থেকে দল নিরপক্ষ একজন বিজ্ঞ ব্যাক্তিকে  জেলা পরিষদ সদস্য করার জন্য দাবি উঠেছে

লক্ষীছড়ি থেকে দল নিরপক্ষ একজন বিজ্ঞ ব্যাক্তিকে জেলা পরিষদ সদস্য করার জন্য দাবি উঠেছে

মোহাম্মদ আলী'কে জেলা পরিষদ সদস্য করার জোর দাবি উঠেছে লক্ষীছড়ি সচেতন নাগরিক থেকে

সিনিয়র সাংবাদিক, মোহাম্মদ আলী

পাহাড়ি বাঙালির ঐক্যের প্রতীক হিসাবে সু-পরিচিত লাভ করেছেন সমাজসেবক ও সিনিয়র সংবাদিক জনাব, মোহাম্মদ আলী, পিতা:- জরীপ আলী, ডিপি পাড়া, লক্ষীছড়ি, খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হন। তিনি লক্ষীছড়ির শিক্ষার উন্নয়ন এর জন্য লক্ষীছড়ি সরকারি হাইস্কুল, সরকারি কলেজ, মহিষ কাটা সরকারি প্রাইমারি স্কুল ও চমুর পাড়া সরকারি প্রাইমারি স্কুল, ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়, এম. এ নুরুল উলুম মাদ্রাসা, আলী মিয়া মাতব্বর পাড়া কেন্দ্র, ডিপি পাড়া একুশ শতক ইশিখন সেন্টার, ডিপি পাড়া মসজিদ, লক্ষীছড়ি থানা মসজিদ, চমুর পাড়া মসজিদ সহ নানা উন্নয়ন কর্মকান্ডে সঙ্গে জড়িত ছিলেন এই ছাড়া লক্ষীছড়ি ভয়া কুমারী সড়ক ও ডিপি পাড়া কবরস্থান সড়ক, বাইন্যাছোলা-ডিপি পাড়া বিদ্যুতায়ন ও সেচ নালা তৈর সহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এছাড়াও তিনি এলাকার উন্নয়নের জন্য একটি ট্রাস্টি বোর্ডও গঠন করেছেন। এইরকম কর্মটু দল নিরপেক্ষ লোক কে লক্ষীছড়ির থেকে জেলা পরিষদ সদস্য মনোনয়ন করার জন্য এলাকাবাসীর জোর দাবি রয়েছে।

২৭ আগ, ২০২৪

লক্ষীছড়িতে আগুনে পুড়লো পরিবার পরিকল্পনার স্টাফ কোয়ার্টার

লক্ষীছড়িতে আগুনে পুড়লো পরিবার পরিকল্পনার স্টাফ কোয়ার্টার

লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা ভবন আগুনে পুড়ে অধ্য লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করেন ফায়ার সার্ভিস দমকল কর্মীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর রাত ১:৩০ টার দিকে সদর উপজেলা এ ঘটনা ঘটে। লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান লক্ষীছড়ি সেনা জোন থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌছায় সেসময় আগুন ছড়িয়ে পড়েন আমাদের টিম প্রায়ও এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও ২৬ হাজার নগদ টাকা উদ্ধার করেন, ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন ভোর রাতে পরিবার পরিকল্পনা আবাসিক কোয়ার্টার থেকে বিদ্যুৎতের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা করেন এতে অধ্য লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

২৬ আগ, ২০২৪

লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের বর্ন্যাদুর্গতদের  মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের বর্ন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সোমবার (২৬ আগষ্ট) খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । লক্ষীছড়ি সদর ইউনিয়ন এর যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় ৩০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী। এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশে ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ১৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন । লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। বর্মাছড়িতে ৫ মে. টন, দুল্যাতলীতে ৫ মে টন এবং লক্ষীছড়ি সদরে ৮ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে জানা গেছে। ত্রাণ বিতরণকালে সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

২৫ আগ, ২০২৪

অধ্যক্ষের পদত্যাগের দাবীতে লক্ষ্মীছড়ি কলেজের শিক্ষার্থীরা, জোন কমান্ডারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অধ্যক্ষের পদত্যাগের দাবীতে লক্ষ্মীছড়ি কলেজের শিক্ষার্থীরা, জোন কমান্ডারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সরকারী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি, কলেজের ফান্ড আত্মসাৎ, শিক্ষকদের বেতন প্রদানে অনিয়ম, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যহারসহ নানা বৈষম্যের প্রতিবাদে ৭দফা দাবী নিয়ে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে ৭দফা দাবি উত্থাপন করে আলোচনায় বসার সময়সীমাও শেষ হয়েছে গত বৃহস্পতিবার। ২৫ আগষ্ট রোববার দুপুরে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে সমঝোতার চেষ্টা করে লক্ষ্মীছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মর্তুজা। প্রায় ২ঘন্টা আলোচনা চালিয়ে গেলেও সমাধানের পথে না আসায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বেড়িয়ে রাস্তায় নেমে এসে পদত্যাগের দাবীতে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা অধ্যেক্ষের কক্ষে তলা লাগিয়ে দেয় বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে বিক্ষুব্দ শিক্ষার্থীদর সরিয়ে দিতে চাইলেও লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়ক অবরোধ করে রাখে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটি অবগত হলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরী মিটিং শেষ করে বিষয়টি দেখবেন বলে শিক্ষার্থীদের জানান। পরে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার ফটিকছড়ি এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে শিক্ষার্থীদের অবরোধ দেখে ঘটনাটি বিস্তারিত জেনে উভয় পক্ষের সাথে আলোচনা শেষে সঠিক সমাধানের পথ খুজেঁ আগামী বৃহষ্পতিবার পর্যন্ত সময় চাওয়া হলে শিক্ষর্থীরা মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে। শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক সবুজ কান্তি দাশ বলেন, অধ্যক্ষকে শিক্ষার্থীদের প্রয়োজনে কখনোই পাওয়া যায় না। আমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এক বছর পার হয়ে গেলো কম্পিউটার ল্যাব, লাইব্রেরী,খেলার সরঞ্জাম চোখেই দেখেনি। শুধুমাত্র, বোর্ড থেকে তদন্তে আসার দিনই কেবল শিক্ষার্থীদের ল্যাব ও লাইব্রেরী খুলে দেওয়া হলেও প্রবেশের অনুমতি দেয়া হয় না। তাছাড়া, বেতন প্রদানে অনিয়মের কারণে গত এক বছর ধরে আইসিটিসহ গুরুত্বপূর্ণ শিক্ষকের এক বছরের অনুপস্থিতি এবং বিজ্ঞান বিভাগের ক্লাশ চোখে পড়েনি। সরকারি ফি বহির্ভূত অতিরিক্ত ফি আদায় করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। শিক্ষার্থীরা বলেন, সকল সম্মানীত শিক্ষক ও কর্মচারীরা অধ্যক্ষের বাজে আচরণে অতিষ্ঠ এবং চাকরি হারানোর শংকায় মুখ খুলে কিছুই বলতে পারছেন না। উল্লেখ্য অভিভাবকের পক্ষ হতে এর আগেও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মর্তৃজার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দায়ের করা হয় দুদকসহ সরকারি বিভিন্ন দপ্তরে। তবে সেসব অভিযোগের তদন্ত ছিলো কচ্ছপগতির। অভিভাবক ও সুশীল সমাজের ব্যক্তিরা মনে করেন সুষ্ঠু ও সঠিক তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যবস্থা নেয়া হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না বলে ধারনা। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মর্তুজা এ প্রতিবেদককে বলেন, আমি অসুস্থ্য, শিক্ষার্থীরা যে দাবি উত্থাপন করেছে আমি তা মেনে নিয়েছি। কলেজের আয়-ব্যয় হিসেব-নিকেশ উপস্থাপনের জন্য কয়েকদিন সময় চেয়েছেন তিনি।

২৩ আগ, ২০২৪

ফটিকছড়িতে বন্যাদূর্গতদের জন্য লক্ষ্মীছড়ি জোনের মানবিক ত্রাণ সহায়তা প্রদান

ফটিকছড়িতে বন্যাদূর্গতদের জন্য লক্ষ্মীছড়ি জোনের মানবিক ত্রাণ সহায়তা প্রদান

বিগত কয়েক দিনের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টি বর্ষণে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশির ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়। যার ফলে অনুমানিক ত্রিশ হাজার পরিবার বন্যায় ক্ষতির সম্মুখিন হয়। উল্লেখিত এলাকার বেশিরভাগ গ্রামের বসতবাড়ি, সড়ক, ফসলি জমি ও পুকুর পানিতে প্লাবিত হয় এবং আনুমানিক দেড় লক্ষ গ্রামবাসি পানিবন্দী হয়ে পড়ে। বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের সেনা সদস্যরা ফটিকছড়ি উপজেলায় তৎক্ষণাৎ মোতায়েন হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যগণ মোতায়েনের সঙ্গে সঙ্গে পানিবন্দী সাধারণ মানুষকে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে উদ্ধার করা শুরু করে এবং উদ্ধারকৃতদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিরাপদে পৌছে দেয়। উদ্ধারকৃত সাধারণ মানুষের খাদ্য সংকট দেখা দিলে সেনাসদস্যগণ তৎক্ষণাৎ তাদেরকে শুকনা রশদ দিয়ে সহায়তা প্রদান করেন। সেনাসদস্যগণ সার্বক্ষনিক স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক বন্যাদূর্গত মানুষের জন্য বিভিন্ন প্রশাসনিক সহায়তা প্রদান করে যাচ্ছে। লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি বন্যাদূর্গত এলাকায় সেনাসদস্যদের উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে বিভিন্ন প্রকার ত্রান বিতরণ করেন। জোন কমান্ডার বন্যা চলাকালীন সময়ে এলাকাবাসিকে সর্বাত্তক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

২২ আগ, ২০২৪

দুর্যোগ প্রতিরোধ সচেতনতায় কাজ করছে লক্ষীছড়ি যুব রেড ক্রিসেন্ট ইউনিট

দুর্যোগ প্রতিরোধ সচেতনতায় কাজ করছে লক্ষীছড়ি যুব রেড ক্রিসেন্ট ইউনিট

বৃহস্পতিবার (২২ আগষ্ট) খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় চলমান ভারী বৃষ্টিপাতে দুর্যোগ প্রতিরোধে আগাম সচেতনতা কাজ করছে লক্ষ্মীছড়ি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে লক্ষীছড়ি মঘায়ছড়ি এলাকায় মাগাইছড়ি খালে পাহাড়ি ঢলে খাল তীরবর্তী এলাকায় বন্যা ও নদী ভাঙনের সম্ভাবনা দেখা দেয়। এতে আগম ক্ষতি এড়াতে উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা এর নির্দেশনায় বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন যুব প্রধান তামিম মোল্লা ও মিরাজ হোসাইন, হান্নান মোল্লা,আব্দুল হালিম, ফারুক হোসেন সহ আরো সদস্যরা সচেতনতায় কাজ করেন, মিরাজ হোসেন বলেন চলমান ভারী বৃষ্টিপাতে দুর্যোগ প্রতিরোধে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের টিম যুব রেড ক্রিসেন্ট ইউনিট সর্বক্ষণ প্রস্তুত দুর্যোগ মোকাবেলা করার জন্য।

১১ জুন, ২০২৪

লক্ষীছড়িতে ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ সেমিপাকা দ্বি-কক্ষ বিশিষ্ট  ঘর

লক্ষীছড়িতে ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ সেমিপাকা দ্বি-কক্ষ বিশিষ্ট ঘর



খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় লক্ষীছড়ি উপজেলায় ৭৭ জন উপকারভোগী গৃহ পেলেন।
১১ জুন মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলা অডিটোরিয়ামে গণভবন থেকে ভিডিও কনফারেনস এর মাধ্যমে যুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (৫ম পর্যায়) উপকারভোগীদের মাঝে নব নির্মিত গৃহ ও জমি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপর্না দে শিম্পু, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন, সদর ইউপি চেয়ারমান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সুইসালা চাকমা এবং বাংলাদেশ আওয়ামীলীগ, লক্ষীছড়ি শাখার সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন বেপারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার ৭৭জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
এছাড়াও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

২১ মে, ২০২৪

লক্ষীছড়ি উপজেলায় স্থগিত ২ ভোট কেন্দ্রে ভোট গ্রহন আগামী ২৯ মে

লক্ষীছড়ি উপজেলায় স্থগিত ২ ভোট কেন্দ্রে ভোট গ্রহন আগামী ২৯ মে

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ৮ মে স্থগিত হওয়া ২টি কেন্দ্রের পূর্ণভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে বুধবার। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো: আতিয়ার রহমান কর্তৃক ১৯ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারি করা পত্রে এ তথ্য জানা গেছে। জারি করা পত্রে বলা হয় লক্ষীছড়ি উপজেলা ৮নং দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ নং যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া ২৯ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণের বিষয়টি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ভোটের দিন রাত ১০টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার অনীক চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। লক্ষীছড়ি উপজেলায় মোট ভোটার ২১হাজার ৭২২ভোট। বৈধ ভোটের সংখ্যা ১২হাজার ২৭৭ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৮৮ ভোট। কাষ্টিং ভোটের হার ৫৭.৩৮ ভাগ।

ঘোষিত ফলাফলে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে থাকেন। তিনি পেয়েছেন ৬হাজার ১৭০ ভোট। ইউপিডিএফ সমর্থীত কৈ মাছ প্রতীকের সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৬হাজার ৪৪ভোট। যে ২টি কেন্দ্রের ফালাফল স্থগিত রাখা হয়েছে সে কেন্দ্রের ২টির মোট ভোটার রয়েছে ৫হাজার ৫৩৬ ভোট।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৪াহাজর ২৪৩ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রই প্রু মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫হাজার ২২৩ ভোটার