মোহাম্মদ আলী'কে জেলা পরিষদ সদস্য করার জোর দাবি উঠেছে লক্ষীছড়ি সচেতন নাগরিক থেকে
![]() |
সিনিয়র সাংবাদিক, মোহাম্মদ আলী |
পাহাড়ি বাঙালির ঐক্যের প্রতীক হিসাবে সু-পরিচিত লাভ করেছেন সমাজসেবক ও সিনিয়র সংবাদিক জনাব, মোহাম্মদ আলী, পিতা:- জরীপ আলী, ডিপি পাড়া, লক্ষীছড়ি, খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হন। তিনি লক্ষীছড়ির শিক্ষার উন্নয়ন এর জন্য লক্ষীছড়ি সরকারি হাইস্কুল, সরকারি কলেজ, মহিষ কাটা সরকারি প্রাইমারি স্কুল ও চমুর পাড়া সরকারি প্রাইমারি স্কুল, ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়, এম. এ নুরুল উলুম মাদ্রাসা, আলী মিয়া মাতব্বর পাড়া কেন্দ্র, ডিপি পাড়া একুশ শতক ইশিখন সেন্টার, ডিপি পাড়া মসজিদ, লক্ষীছড়ি থানা মসজিদ, চমুর পাড়া মসজিদ সহ নানা উন্নয়ন কর্মকান্ডে সঙ্গে জড়িত ছিলেন এই ছাড়া লক্ষীছড়ি ভয়া কুমারী সড়ক ও ডিপি পাড়া কবরস্থান সড়ক, বাইন্যাছোলা-ডিপি পাড়া বিদ্যুতায়ন ও সেচ নালা তৈর সহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এছাড়াও তিনি এলাকার উন্নয়নের জন্য একটি ট্রাস্টি বোর্ডও গঠন করেছেন। এইরকম কর্মটু দল নিরপেক্ষ লোক কে লক্ষীছড়ির থেকে জেলা পরিষদ সদস্য মনোনয়ন করার জন্য এলাকাবাসীর জোর দাবি রয়েছে।
0 coment rios: